Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

১০০ দিনে ১৯,০৮৪ পদোন্নতি, ১২,৬৩৬ শাস্তি

বাংলাদেশ সচিবালয়।
বাংলাদেশ সচিবালয়।
[publishpress_authors_box]

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনে রদবদলের হিড়িক পড়েছিল। বদলি, বরখাস্তের পাশাপাশি পদোন্নতিও হয়ে ওঠে সংবাদের শিরোনাম।

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রশাসনে পরিবর্তনের একটি হিসাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, এই সময়ে ১৯ হাজার ৮৪ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া ১৩ হাজার ৪২৯ জনকে বদলি এবং ১২ হাজার ৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি কার্যক্রমকে গতিশীল করতেই সরকার এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির ‍মুখে নানা প্রতিষ্ঠানেই আগের সরকারের নিয়োগপ্রাপ্তদের সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

শিক্ষার্থীদের দাবির মুখে সরকারি চাকরিতে যোগ দেওয়ার নিম্নতম বয়স ৩২ এ উন্নীত করার কথাও বলেন ড. ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া গত ১০০ দিনে ১৩৩টি আইন, বিধিবিধান তৈরি ও সংশোধন এবং ৩৫৩টি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও নানা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা জানি, আমাদের কাছে আপনাদের আরও অনেক দাবি-দাওয়া আছে। দীর্ঘ দিনের অপশাসন, অত্যাচার, অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত, দাবি-দাওয়া প্রকাশ করতে পারিনি।”

সেই দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল। আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই।

“কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয়। আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেইনটেইন করে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত