Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সংকটকালে গণমুখী বাজেট : কাদের

বাজেট অধিবেশনের পর সংসদ ভবনে প্রতিক্রিয়া জানাচ্ছেন ওবায়দুল কাদের। ছবি : বাসস
বাজেট অধিবেশনের পর সংসদ ভবনে প্রতিক্রিয়া জানাচ্ছেন ওবায়দুল কাদের। ছবি : বাসস
[publishpress_authors_box]

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনেই এ সম্পর্কে প্রতিক্রিয়া দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাস থাকবে।”

সব মিলিয়ে এই বাজেট বাস্তবসম্মত হয়েছে বলে মত দেন তিনি।

বাজেট প্রণয়নে আইএমএফের কোনও প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।”

এর আগে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত