বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সফল করতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, শনিবার দুপুর ২টার দিকে চারপাশ থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়।
মিছিলকারীদের বেশিরভাগই শিক্ষার্থী। তবে মুক্তিযোদ্ধাদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে বয়স্করা।
মিছিলকারীদের কোটা সংস্কারের আন্দোলন চলাকালে নিহত শিক্ষর্থীদের হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছাড়াও জাতীয় পতাকা রয়েছে। এ সময় কিছু রিকশাচালককে তাদের রিকশা থামিয়ে স্লোগান দিতে দেখা গেছে।