বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে গোলচত্বর থেকে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিন দেখা যায়, শনিবার দুপুর ১২টার দিকে চারপাশ থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিরপুর-১০ গোলচত্বরে আসতে থাকে। মিছিলকারীদের বেশিরভাগই সরকারি বাঙলা কলেজ, মিরপুর কলেজ, কমার্স কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
মিছিলকারীদের কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষর্থীদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করে নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা গোলচত্বরে সহিংসতায় পুড়ে যাওয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান সংবলিত প্ল্যাকার্ডের পাশাপাশি জাতীয় পতাকা রয়েছে।
পুলিশ ও বিজিবি সদস্যদের বিক্ষোভস্থল দূরে অবস্থান করতে দেখা গেছে। ক্ষমতাসীন দলের কাউকে এ সময় গোলচত্বর বা এর আশপাশে দেখা যায়নি।
বেলা পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।