Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আদালত নয়, আমাদের দাবি সরকারের কাছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম।
[publishpress_authors_box]

আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগের কাছেই তাদের সব দাবি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্য সচিব নাহিদ ইসলাম।

সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর সুপ্রিম কোর্টের এক মাসের জন্য স্থিতাবস্থা জারির প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

সকাল সন্ধ্যাকে নাহিদ বলেন, “আমাদের দাবি বা আন্দোলন এখন কোর্টের জায়গায় নেই। নির্বাহী বিভাগের কাছেই সকল দাবি বা প্রশ্ন রাখতে চাই। সকল প্রকার কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।”

তবে হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক মাসের জন্য স্থিতাবস্থা জারিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই ছাত্রনেতা।

তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আসলে শিক্ষার্থীদের পক্ষে আরও সুস্পষ্ট অবস্থান বা বক্তব্য দেবে। তবে যা রায় দিয়েছে সেটাকে আমরা ইতিবাচক অবস্থায় দেখছি।”

একইসঙ্গে সরকারের জায়গা থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চান নাহিদ। তিনি বলেন, “৫ শতাংশ কোটা রেখে সংস্কার করতে হবে।”

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল। এই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরে এক রিটের প্রেক্ষিতে গত ৫ জুন সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে) মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তবে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলেও সেই পরিপত্র পুনর্বহালসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আন্দোলন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত