নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় পুলিশের একটি গাড়ি থেকে ৯টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়া আন্দোলনকারীরা অস্ত্রগুলো ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ অভিযান চালিয়ে তিনটি অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি জানান, রবিবার দুপুরের দিকে রুটিন মাফিক পূর্বধলা থানার পুরাতন আগ্নেয়াস্ত্র বদলের জন্যে জেলা সদর থেকে একটি গাড়িতে করে নতুন আগ্নেয়াস্ত্র নেওয়া হচ্ছিল। পথে গাড়িটি শ্যামগঞ্জ বাজারে পৌঁছালে আন্দোলনকারীদের মিছিলের মধ্যে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা পুলিশের গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
পুলিশ সুপার জানান, এক পর্যায়ে আন্দোলনকারীরা গাড়িতে থাকা ৯টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।
বাকি ছয়টি অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।