গণপদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিল ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা। ছবি : হারুন-অর-রশীদ
গণপদযাত্রাটি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। ছবি : হারুন-অর-রশীদবিক্ষোভকারীরা বাধা ঠেলে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ছবি : হারুন-অর-রশীদএক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ছবি : হারুন-অর-রশীদহাতাহাতি-মারামারিতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ছবি : হারুন-অর-রশীদপরে গণপদযাত্রার পাঁচ সদস্যকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে দেয় পুলিশ। ছবি : হারুন-অর-রশীদএছাড়াও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। ছবি : হারুন-অর-রশীদমঙ্গলবার দুপুরে ঢাকার ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। ছবি : হারুন-অর-রশীদবিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে ধর্ষকের শাস্তির দাবি তোলা হয় এসব কর্মসূচিতে। ছবি : হারুন-অর-রশীদ