Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফ্রান্সে পিএসজির দাপট, এক যুগে ১০ বারই চ্যাম্পিয়ন

222
[publishpress_authors_box]

ফ্রেঞ্চ লিগ আঁ নিজেদেরই বানিয়ে ফেলেছে পিএসজি। সবশেষ ম্যাচে লা হাভরের বিপক্ষে জিতলে লিগ চ্যাম্পিয়ন হতো পিএসজি। ম্যাচটা ৩-৩ গোলে ড্র করায় বাড়ে অপেক্ষা। সেই অপেক্ষারও শেষ হল।

 লিঁও ৩-২ গোলে মোনাকোকে হারানোয় তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। লিগে পিএসজির হ্যাটট্রিক শিরোপা এটি।  গত ১২ মৌসুমে এটা ১০ম লিগ তাদের। আর সবমিলিয়ে রেকর্ড ১২তম লিঁগ আঁ।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পিএসজি আছে শীর্ষে । সমান ম্যাচে দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ৫৮ । শেষ তিন ম্যাচে এই ব্যবধান কমানো সম্ভব নয় মোনাকোর।

ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি শিরোপা নিশ্চিতের পর জানালেন নিজের সন্তুষ্টি,‘‘ লিগের শিরোপা সবসময় অসাধারণ। তবে ১২তমবার লিগ আঁ জেতাটা বিশেষ কিছু সবার জন্য।’’

কিলিয়ান এমবাপ্পের এটাই পিএসজিতে শেষ মৌসুম। শেষটা শিরোপাতেই রাঙালেন তিনি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালেও পৌঁছেছে পিএসজি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলে মিলবে ফাইনালের টিকিট। এমবাপ্পেদের লক্ষ্য এখন সেটাই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত