কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে গেছেন। কিন্তু তাদের ‘সম্পর্ক’ শেষ হচ্ছে না। বকেয়া বেতন-বোনাস ইস্যুতে এমবাপ্পে-পিএসজি এখনও আলোচনায়। ফরাসি ফরোয়ার্ডের দাবি, তিনি তিন মাসের বেতন ও আনুগত্য বোনাস পাননি। অন্যদিকে পিএসজি জানাচ্ছে, কোনও বকেয়া নেই তাদের।
এই যখন অবস্থা, তখন সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ফরাসি লিগের লিগ্যাল কমিশন। তারা পিএসজিকে বকেয়া থাকা এমবাপ্পের ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে। যদিও এই নির্দেশে কোনও ভ্রুক্ষেপ নেই পিএসজির। এমবাপ্পের বকেয়া-বেতন পরিশোধের কোনও ইচ্ছা নেই তাদের। বরং ফরাসি লিগের দেওয়া আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
গত বুধবার পিএসজির কর্মকর্তারা ও এমবাপ্পের প্রতিনিধিগণ সাক্ষাৎ করেন প্যারিসে। সেখানে সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন। তবে এমবাপ্পের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
বৈঠকের পরে এমবাপ্পের প্রতিনিধিরা বার্তা সংস্থা এপিকে জানান, ফরাসি ফরোয়ার্ড কমিশনকে তিন মাসের বেতন না দেওয়া ও আনুগত্য বোনাসের শেষ তৃতীয়াংশের নোট নিতে বলেছেন।
গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। তার অভিযোগ, পিএসজিতে শেষ তিন মাসের বেতন ও বোনাসের একটি অংশ তিনি পাননি। যার পরিমাণ ৫৫ মিলিয়ন ইউরো। তবে পিএসজির দাবি, আগেই নিজের প্রাপ্য অর্থ ছাড় দিয়েছিলেন এমবাপ্পে। ফলে এই ক্লাবের কাছে কোনও পাওনা নেই এই ফরোয়ার্ডের।
এখন এমবাপ্পের প্রাপ্য অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে পিএসজিকে। আর সেটি এক সপ্তাহের মধ্যে। যদিও পিএসজি কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে, “এ বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত প্রদানে কমিশনের আইনি সুযোগ সীমিত। বিষয়টি অবশ্যই অন্য কোনও আদালতে ওঠাতে হবে।”