রুদ্ধশ্বাস ফাইনালই হল পিএসএলে। শেষ বলের রোমাঞ্চে মুলতান সুলতানসকে ২ উইকেটে হারিয়ে পিএসএলের শিরোপা জিতল ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানের ১৫৯ রানের চ্যালেঞ্জ শেষ বলে পেরিয়ে ২০১৬ ও ২০১৮ সালের পর প্রথম পিএসএল জিতল ইসলামাবাদ। আর মোহাম্মদ রিজওয়ানের মুলতান ফাইনাল হারল টানা তিনবার!
শিরোপা জয়ের উৎসবের মাঝেই শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিমসহ ইসলামাবাদের সবাই ওড়ান ফিলিস্তিনের পতাকা। গাজায় বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তারা।
শেষ দুই ওভারে ইসলামাবাদের দরকার ছিল ১৯ রান। ক্রিস জর্ডানের ওভারে টানা দুই বাউন্ডারিতে শেষ ওভারে লক্ষ্যটা ৮ রান নামিয়ে আনেন ইমাদ ওয়াসিম। শেষ ওভারে প্রথম চার বলে ৭ রান নেয়ার পর পঞ্চম বলে ফিরে যান নাসিম শাহ।
শেষ বলে দরকার ছিল ১ রান। থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে ২ উইকেটের জয় নিশ্চিত করেন হুনাইন শাহ। বল হাতে ৫ উইকেটের পাশাপাশি ১৯ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার ইমাদ ওয়াসিমের।
পিএসএল ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটা এখন ইমাদের। নিজের বোলিং স্পেল শেষ করে ড্রেসিংরেুমে প্রকাশ্যে ধূমপান করেছেন তিনি। তাই পড়তে পারেন শাস্তির কবলে।