Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ব্যাট হারাল ইমরানের দল

Pakistan Bat Feature
[publishpress_authors_box]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তাদের প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ হারাচ্ছে। গত শনিবার দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে ওই প্রতীক বাতিল করে দেয়।

দেশটির প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা শনিবার সরাসরি টেলিভিশনে ওই রায় ঘোষণা করেন। তিনি বলেন, “পিটিআই (তেহেরিক-ই-ইনসাফ) তাদের অভ্যন্তরীণ দলীয় নির্বাচন করেনি। পাকিস্তানের রাজনৈতিক দলগুলিকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে এই নির্বাচন করতে হবে।”

একই কারণে গত ডিসেম্বরে প্রতীকটি ব্যবহারে পাকিস্তানের নির্বাচন কমিশন পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর পিটিআই সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

রায়ের পর এক বিবৃতিতে পিটিআই বলেছে, “এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। এটা লাখ লাখ ভোটারের উপর প্রভাব ফেলবে।” দলটির চেয়ারম্যান গহর খান বলেন, “দলের প্রার্থীদের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হবে।”

পিটিআই মুখপাত্র জুলফি বুখারি এই রায়কে ‘গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন’ বলে অভিহিত করেছেন।

পাকিস্তানে ২৪ কোটির বেশি মানুষের বসবাস। দেশটির অনেক এলাকায় নিরক্ষরতার হার বেশি। পিটিআই কর্মকর্তারা বলছেন, ক্রিকেট ব্যাট প্রতীক ছাড়া পাকিস্তানের অনেক নাগরিক হয়তো ব্যালট পেপারে পিটিআইয়ের প্রার্থীদের চিনতে পারবেন না।

পিটিআই প্রার্থীদের এখন ক্রিকেট ব্যাটের বদলে ব্যক্তিগত প্রতীক বেছে নিতে হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের ক্রিকেট ব্যাট দেখাচ্ছেন ইমরান খান। ছবি: পিটিআই

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক উইলসন সেন্টারের থিংক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, “পাকিস্তান সরকার আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে পিটিআইকে দমন করছে।”

সোশাল মিডিয়া এক্সে কুগেলম্যান লেখেন, “পিটিআই নেতাদের কারাগারে বন্দী করা হয়েছে। তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বীর আইনি জটিলতা দূর করা হচ্ছে। পিটিআইয়ের পক্ষে কাজ করেন, সুপ্রিম কোর্টের এমন বিচারকরা পদত্যাগ করছেন। দলটিকে নির্বাচনী প্রতীক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এটি নির্লজ্জ, সূক্ষ্ম নয়, নির্বাচনের আগেই কারচুপি।”

ফেব্রুয়ারি নির্বাচনের আগে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। আগামী নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ৭১ বছর বয়সী ইমরান দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নির্বাসন থেকে ফিরে আসন্ন নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে করা সব অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানি সেনাবাহিনীও তাকে সমর্থন করছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত