Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় দিল পিটিআই

ইমরান খানসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে রবিবার ইসলামাবাদে সমাবেশ করে পিটিআই।
ইমরান খানসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে রবিবার ইসলামাবাদে সমাবেশ করে পিটিআই।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে মুক্তি দিতে শেহবাজ শরিফ সরকারকে দুই সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের দলের প্রতিষ্ঠাতাকে মুক্ত করা না হলে তারা নিজেরাই তাকে জেল থেকে ছাড়িয়ে আনবেন।

ইমরান খানের মুক্তি দাবিতে রবিবার বিকালে রাজধানী ইসলামাবাদে সাংজানি এলাকায় আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন পিটিআইয়ের নেতারা।

একই সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইমরান খানের মুক্তির দাবিতে জোরদার আন্দোলন শুরুরও অঙ্গীকার করেন তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঞ্জাব তাদের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ঘাঁটি হিসেবেই বিবেচিত।  

ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে দলের কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রবিবারের সমাবেশে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, “পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে যদি এক থেকে দুই সপ্তাহের মধ্যে বৈধভাবে জেল থেকে মুক্ত করা না হয়, তাহলে আমরাই তার মুক্তির ব্যবস্থা করব।”

“ইমরান খানকে মুক্তির মিছিলে সবার সামনে থেকে তার জন্য বুক পেতে দেব আমি। প্রথম বুলেট আমার শরীরে বিঁধবে,” উপস্থিত হাজারো জনতাকে বলেন তিনি।    

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের একসময়ের ক্ষমতাসীন দল পিটিআই কয়েকদিন আগে রাজধানী শহরে সমাবেশের অনুমতি পায়। এর আগে জুলাই ও আগস্টে দুবার তাদের সমাবেশের অনুমতি স্থগিত করা হয়েছিল।

ইসলামাবাদে পিটিআইয়ের নেতা আলি আমিন গান্দাপুরের নেতৃত্বে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয় দলের কর্মী-সমর্থকরা। তারপরও হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয়।

সমাবেশে যোগ দেয় পিটিআইয়ের হাজারো কর্মী-সমর্থক।

সমাবেশ শুরু হয় পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হাম্মাদ আজহারের বক্তব্য দিয়ে। তিনি জনতার উদ্দেশে বলেন, “সমাবেশে যোগ দিতে পিটিআইয়ের নেতাকর্মীদের জায়গায় জায়গায় বাধা দেওয়া এটাই প্রমাণ করে যে, ক্ষমতাসীনরা কারারুদ্ধ ইমরান ও তার সমর্থকদের ভয় পেয়েছে।”

পিটিআই নেতা হাম্মাদ আজহার তার বক্তব্যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মরিয়ম নওয়াজ শাসিত পাঞ্জাবে আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দেন।

তিনি বলেন, পাঞ্জাবে পিটিআইয়ের অধিকাংশ নেতাকে জেলে ভরে রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও প্রদেশের সাবেক গভর্নর উমর সারফ্রাজ চিমা।     

সমাবেশে বক্তব্য দেন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্য ও পিটিআই নেতা শের আফজাল মারওয়াত।

ইমরান খানের মুক্তি দাবিতে পাঞ্জাবে অচিরেই সমাবেশ করা হবে জানিয়ে তিনি বলেন, “খাইবার পাখতুনখাওয়া থেকে ৫০ হাজার মানুষ নিয়ে এক সপ্তাহের মধ্যে আমরা পাঞ্জাবে ঢুকব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত