সমস্যাটা অদ্ভুত। এজন্য ভুগেছেন মানসিক অবসাদেও। দূরে ছিলেন ক্রিকেট থেকে। খেলায় ফিরে আবারও ভুগেছেন একই সমস্যায়!
উইলিয়াম জ্যান পুকোভস্কি ব্যাট করতে নামবেন আর ক্রিজ ছাড়বেন মাথায় বলের আঘাত নিয়ে-এটাই যেন নিয়তি। এর আগে ১০ বার কনকাশনের শিকার হয়েছিলেন ২৬ বছর ছুঁই ছুঁই এই ব্যাটার। তার মাথায় বল লাগল আবারও।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সোমবার ভিক্টোরিয়ার দ্বিতীয় একাদশের হয়ে ব্যাট করছিলেন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪৩ রানে ব্যাট করার সময় পুকোভস্কির মাথায় বল লাগে ডেভিড গ্রান্টের বাউন্সারে। তবু ক্রিজ ছাড়েননি অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে একটি টেস্ট খেলা এই ব্যাটার।
৪ বল পর ঝুঁকি না নিয়ে ক্রিজ ছাড়েন পুকোভস্কি। রিটায়ার্ড হার্ট হওয়া এই ব্যাটার কনকাশনের পরীক্ষা দিয়ে মাঠে ফিরেন আবারও। জাগিয়েছিলেন সেঞ্চুরির আশাও। তবে আউট হয়ে যান ৮৯ রানে।
বারবার মাথায় বলের আঘাত লাগায় ২০২২ সালে মানসিক অবসাদে ভুগছিলেন পুকোভস্কি। ক্রিকেট থেকে নেন বিরতিও। ফিরে এসে এবারের মৌসুমে খেলেছেন শেফিল্ড শিল্ডের চার ম্যাচ।
৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ৬টি সেঞ্চুরিসহ ৪৩.৯৪ গড়ে পুকোভস্কির রান ২১৯৭। তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ২৫৫। মাথায় বলের আঘাত সয়ে কতদূর যাবে পুকোভস্কির ক্যারিয়ার?