পুষ্পা টু নিয়ে আল্লু অর্জুনের ভক্তদের উন্মাদনা কোন কিছুই ঠেকিয়ে রাখতে পারেনি। কোথাও বিষাক্ত গ্যাসে মানুষ অসুস্থ তো আবার কোথাও পদপিষ্ট হয়ে মৃত্যু। এমনকি সিনেমা হল ভাঙচুরও হয়েছে। পুষ্পাঝড় এতটাই প্রবল যে, অতিরিক্ত শো-এর ব্যবস্থা করতে হচ্ছে হল মালিকদের!
এই ঝড় থেকে রেহাই পায়নি আল্লু অর্জুন নিজেও! হায়দ্রাবাদে সিনেমার প্রিমিয়ার পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলার আসামি এই দক্ষিণী সুপারস্টার।
তবে যত যাই হোক না কেন, নায়কের মুখের ঝুকে গা নেহি ডায়লগের মত ‘পুষ্পা টু’ সিনেমারও ঝুঁকে পড়ার কোনই সম্ভাবনা নেই। একের পর এক রেকর্ড ভেঙে চলছে।
বাহুবলী, আরআরআর এমন কি শাহরুখের জাওয়ান এর মতো সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে পুষ্পা টু ।
এখন পর্যন্ত ভারতীয় সিনেমার সর্বকালের সবচেয়ে বড় ওপেনার সুকুমার পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমা। মুক্তি পাওয়ার আগে শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই আয় ১০৫ কোটি রুপি।
একই অবস্থা প্রথম দিনের আয় নিয়েও — গেল বৃহস্পতিবার মুক্তির দিনই সব ভারতীয় ব্লকবাস্টার সিনেমাকে পেছনে ফেলে তুলে নিয়েছে ১৬৫ কোটি রুপি।
৫টি ভাষায় সিনেমাটির রিলিজ দেয়া হয়েছে। তেলেগু সংস্করণ ৯৫ কোটি, হিন্দি সংস্করণ ৬৭ কোটি, তামিল সংস্করণ ৭ কোটি, মালয়ালম সংস্করণ ৫ কোটি এবং কন্নড় ভাষায় ১ কোটি রুপি আয় করেছে।
মুক্তির ঠিক আগের দিন তেলেগু ভাষায় পেইড প্রিমিয়ার থেকে আয় আরও ১০ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের আয় ১৭৫ কোটি রুপি।
ভারতের বাইরের আয়েও বাজিমাত করেছে পুষ্পা টু । গ্লোবাল বক্স অফিস থেকে ২৯৪ কোটি আয় দিয়ে ছাড়িয়ে গেছে আরআরআর-এর ২২৩ কোটির রেকর্ড।
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকেও টেক্কা দিয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা। হিন্দি সংস্করণের ওপেনিং ডে-এর ৬৭ কোটি রুপি আয় দিয়ে শাহরুখ খানের জাওয়ান -এর ৬৫ কোটি ৫ লাখ রুপির রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
এদিকে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রাশমিকা মান্দানার ক্যারিয়ারের এটিই প্রথম সিনেমা, যা প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে। একই কথা নির্মাতা সুকুমারের জন্যও প্রযোজ্য।
এখনকার হিসেব পর্যন্ত প্রথম তিন দিনেই ৬০০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা টু’।
‘পুষ্পা থ্রি’-এর জন্য তর সইছে না দর্শকদের
সিনেমাবোদ্ধাদের চোখে পুষ্পার অবস্থান যে পর্যায়েই যাক না কেন, পারফেক্ট বিনোদন আর অ্যাকশন বলতে যা বোঝায়, ‘পুষ্পা টু’ একেবারে ঠিক তাই!
আর তাই সিনেমার শেষে সিক্যুয়েলের আভাস পেয়ে যারপরনাই খুশি ছিল দর্শক। তবে মন খারাপ করা খবরটা তখনই দিলেন নির্মাতা সুকুমার — ৬ বছর নাকি অপেক্ষা করতে হবে!
ভক্তরা মেনে নিতে পারছেন না তবে সুকুমারের যুক্তি, মাত্রই চিত্রনাট্যে হাত দিয়েছেন। সেটি হতে অনেকটা সময় লাগবে।
আল্লু অর্জুনের হাতেও বেশ কিছু সিনেমার কাজ রয়েছে, যেগুলো পুষ্পা টু-এর জন্য থমকে ছিল। সেগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে। যে কারণে ২০২৮ কিংবা ২০২৯ সালের আগে কিছু হচ্ছে না।