Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রাশিয়ার জন্য ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি/গেটি ইমেজেস
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি/গেটি ইমেজেস
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেনই রাশিয়ার জন্য বেশি ভালো হবেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিমত জানান বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাংবাদিক পাভেল রুশ প্রেসিডেন্টের মতামত জানতে চাইলে পুতিন বলেন, বাইডেন পুনরায় প্রেসিডেন্ট হলে তা রাশিয়ার জন্য ভালো হবে, কারণ “বাইডেন একজন অভিজ্ঞ ব্যক্তি, তার পদক্ষেপ সম্পর্কে আগে থেকে ধারণা করা যায়, তিনি পুরোনো ধাঁচের একজন রাজনীতিবিদ।”

তবে রাশিয়া “যুক্তরাষ্ট্রে যেকোনো নেতার সঙ্গেই কাজ করবে, যিনি আমেরিকার জনগণের আস্থা অর্জন করতে পারবেন”, উল্লেখ করেন পুতিন।

বর্তমান প্রশাসনের কার্যক্রম বিচার করতে হলে এর “রাজনৈতিক অবস্থান” কী তা দেখা উচিত বলেও মত দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বর্তমান প্রশাসনের অবস্থান অত্যন্ত ক্ষতিকর ও ভুল।”

পুতিনের মতে, ২০২২ সালের মার্চ মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে যে সমঝোতা হয়েছিল তা রক্ষা করা হলে “এই যুদ্ধ দেড় বছর আগেই শেষ হতে পারত।” তবে কোন সমঝোতার কথা বোঝাচ্ছিলেন তা উল্লেখ করেননি পুতিন।

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারির আগেই সক্রিয় পদক্ষেপ শুরু না করা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং দাবি করেন, পশ্চিমা নেতারা “ন্যাটোকে পূর্বদিকে প্রসারিত না করার” বিষয়ে রাশিয়াকে মিথ্যা বলেছেন।

পুতিন বলেন, “ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করে নেওয়ার সম্ভাবনা আমাদের উদ্বিগ্ন করে, কেননা এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি।”

মিনস্ক চুক্তি বা ২০১৫ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সই হওয়া অস্ত্রবিরতি চুক্তির কথা উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, মেনে চলার জন্য এই চুক্তি করা হয়নি, বরং “ইউক্রেনে অস্ত্রের মজুত বাড়ানোর জন্য কালক্ষেপণের অংশ হিসেবে” ওই চুক্তি করা হয়েছিল।

উগ্র ডানপন্থী মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও হতাশা প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, “আমি সত্যিই ভেবেছিলাম তিনি আগ্রাসী হবেন এবং কঠিন কঠিন সব প্রশ্ন করবেন। আমি এর জন্য শুধু প্রস্তুতই ছিলাম না, আমি এটাই চেয়েছিলাম, কারণ এটি আমাকে কঠিন কঠিন সব উত্তর দেওয়ার সুযোগ দিত।”

“সত্যি কথা বলতে আমি ওই সাক্ষাৎকারটি পুরোপুরি উপভোগ করিনি,” বলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত