Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ভোটে জিতে প্রথম মন্তব্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ অঞ্চলের ভোট গণনায় পুতিন ৮৭ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে ৭১ বছর বয়সী পুতিন দেশটির সাবেক নেতা জোসেফ স্ট্যালিনকে ছাড়িয়ে গত ২০০ বছরের বেশি সময়ের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হতে যাচ্ছেন।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হওয়ার পর সোমবার প্রথম মন্তব্যেই ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সরাসরি সংঘাতের অর্থ হলো- বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ আর মাত্র একধাপ দূরে।

তবে বিশ্বের কেউই এমন পরিস্থিতি চায় না বলেও মন্তব্য করেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত মাসে বলেছিলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করছেন না।

ম্যাক্রোঁর মন্তব্য এবং রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পুতিন বলেন, “আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব।”

তিনি বলেন, “এটা সবার কাছে পরিষ্কার যে, এটি (ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েন) হলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর মাত্র এক ধাপ দূরে থাকবে। আমার মনে হয় খুব কম মানুষই এতে আগ্রহী হবে।”

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হয় গত শুক্রবার। প্রথমবারের মতো দেশটির নাগরিকরা তিন দিন ধরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। শুক্রবার শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলোর ভোটাররাও প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া ভ্লাদিমির পুতিন আগামী মে মাসে নতুন মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

২০০০ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। দুটি চার বছরের মেয়াদ ও দুটি ছয় বছরের মেয়াদে দেশটির ক্ষমতায় পুতিন।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ। তবে সেই সময়কালেও পুতিনই কার্যত রাশিয়ার শাসক ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত