Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ss-khulna-2-8-24
[publishpress_authors_box]

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংঘর্ষে আহত হয়েছেন তাদের আরও ২০ সদস্য।

নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল শুরু হয়। মিছিলটি নিউ মার্কেট হয়ে সোনাডাঙ্গা মডেল থানার সামনে গেলে বিক্ষোভকারীরা থানায় ইট নিক্ষেপ করে।

মিছিলটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে পিছু হটে পুলিশ। এরপর আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে গল্লামারী এলাকা থেকে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বের হতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।

সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, “সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের কনস্টেবল সুমন ঘরামী নিহত হয়েছেন। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। এছাড়া ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত