Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনের’ ডাক কোটাবিরোধীদের

বৃহস্পতিবার দেশের সড়কগুলোয় যানবাহন না চলতে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সকাল সন্ধ্যা
বৃহস্পতিবার দেশের সড়কগুলোয় যানবাহন না চলতে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

প্রধানমন্ত্রীর আহ্বান দৃশ্যত প্রত্যাখ্যান করেছেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা; তারা এবার আরও কঠোর কর্মসূচি দিয়েছে।

বুধবার রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর পক্ষ থেকে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তার ঘণ্টাখানেক আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ধৈর্য ধরে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন।

তবে তার আহ্বানের পরও নিজেদের অবস্থান থেকে সরেননি আন্দোলনকারীরা।

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই তাদের পক্ষ থেকে নতুন কর্মসূচির এ ঘোষণা আসে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ঘোষণায় বলেন, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।”

ঘোষণায় আরও বলা হয়, “শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনও প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনও গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।”

এই লড়াই শুধু ছাত্রদের নয় উল্লেখ করে আসিফ অভিভাবকদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।”

কোটাবিরোধী আন্দোলনের এই ঘোষণা আসার কিছুক্ষণ আগেই নিজের ভাষণে প্রধানমন্ত্রী অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। এই আন্দোলনের মধ্যে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে জানিয়ে সন্তানের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সতর্ক করেন।

কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালত থেকে প্রত্যাশিত রায় আসার প্রত্যাশা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

এই আন্দোলনে হত্যাকাণ্ডসহ যেসব ঘটনা ঘটেছে, বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন সরকার প্রধান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত