Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কোটাবিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় বুধবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সব সড়ক নিশ্চল হয়ে পড়ে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
শাহবাগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০-৩০ জনের একটি মিছিল আসে। ধীরে ধীরে সেখানে জড়ো হতে থাকেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানানো একটি ব্যানার। ছবি : সকাল সন্ধ্যা
শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। ছবি : সকাল সন্ধ্যা
এরপরও শাহবাগে অবিচল অবস্থান নেয় শিক্ষার্থীরা। ছবি : সকাল সন্ধ্যা
প্ল্যাকার্ডে-ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনরতরা। ছবি : সকাল সন্ধ্যা
স্লোগানের পাশাপাশি ঢাক বাজাতেও দেখা যায় শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের। ছবি : সকাল সন্ধ্যা
জিপিওর সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ছবি : সকাল সন্ধ্যা
জিপিও মোড়ের চারপাশ ঘিরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরতরা। ছবি : সকাল সন্ধ্যা
সেখানে সড়কে ক্রিকেট খেলতেও দেখা যায় তাদের। ছবি : সকাল সন্ধ্যা
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় মহাখালীতে বিমানবন্দর সড়ক হয়ে পড়ে গাড়িবিহীন। ছবি : সকাল সন্ধ্যা
আগারগাঁওয়ের সড়কেও দেখা যায় শিক্ষার্থীদের। ছবি : সকাল সন্ধ্যা
সড়ক আটকে রাখায় আগারগাঁওয়ে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ছবি : সকাল সন্ধ্যা
কারওয়ান বাজারের রেলপথও অবরোধ করেন আন্দোলনরতরা। তাতে বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন