Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ভোটাধিকার রক্ষায় কোটা আন্দোলনের মতো লড়াই করতে হবে : খসরু

ss-bnp khosru-12-7-24
[publishpress_authors_box]

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে, ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে সেভাবে লড়াই করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সকালের ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেধাবীদের বাদ দিয়ে দলীয়ভাবে দেশ চালানো হলে শুধু ঢাকা নয়, পুরো দেশই ডুবে যাবে।।

‘যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা ঘোষণার বর্ষপূর্তি‘ উপলক্ষে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।

তিনি বলেন, “সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। মেধাবীরা ফ্যাসিস্ট সরকারের পক্ষে সুখকর নাও হতে পারে। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, ভোটের জন্যও সেভাবে লড়াই করতে হবে। গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে।”

আমির খসরু বলেন, “সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এতে আগামী দিনে মেধাবীদের বাংলাদেশে কোনও সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ারও কোনও সুযোগ নেই। আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে।”

ছুটির দিন শুক্রবার সকালের টানা ভারি বৃষ্টিতে জলজট হয় রাজধানী ঢাকার অনেক এলাকায়। মতিঝিলের  শাপলা চত্বর এলাকায় সকাল সাড়ে ১০টায়ও ছিল কোমর সমান পানি। দুপুর ১২টার দিকে বৃষ্টির দাপট কমে যায়, এক পর্যায়ে থেমেও যায় বৃষ্টি। তারপরও বিকাল ৩টা নাগাদ রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে পানি ছিল।

এ প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, “ঢাকা শহর তো ডুববেই। কারণ মেধাবী লোকজন কোথাও নেই। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে।

“দলীয় লোকজন দিয়ে যদি সবকিছু চালানো হয় তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশ ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে। সামনে সবদিক থেকেই বাংলাদেশ ডুববে।”

বাংলাদেশের জনগণের মালিকানা সরকার কেড়ে নিয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, “মূল মালিকানা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার। এই মালিকানা ফিরিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সবাই মিলে লড়াই করতে হবে। সরকারের বাইরে থাকা দলগুলোর মধ্যে ভালো সম্পর্ক না থাকলে ও ভিন্ন মত থাকলে আলাদা প্লাটফর্মে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ছাত্র শিক্ষকসহ জনগণের দাবি আদায়ের লড়াই আরও জোরদার হবে।

আদালতের দোহাই দিয়ে সরকার জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় অভিযোগ করে তিনি বলেন, “সরকার খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত