পুলিশের বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক হয়ে জাবির প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে গেলে পুলিশী বাধার মুখে পড়ে।
শিক্ষার্থীরা সেই বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কের (ডেইরি গেইট) উভয় লেন অবরোধ করে মিছিল করতে থাকে।
হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর চলতি মাসের শুরু থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলন শুরু হয়।
শুরুতে ঢাকার শাহবাগে অবস্থান নিয়ে কর্মসূচি চলছিল। এরপর বিভিন্ন জেলায়ও সড়কে নেমে বিক্ষোভ করে কোটাবিরোধীরা।
বুধবার দিনভর সড়কে অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার বিকাল থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় ঢাকা থেকে। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকালে সড়কে নামেন জাবির শিক্ষার্থীরা।
মিছিলে জাবির শিক্ষার্থীদের, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
জাবির শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, “আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। পুলিশ বাধা দিলেও আমরা রাস্তায় অবস্থান করবই।”
মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় চরম দুর্ভোগ। সড়কের উভয় পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় সড়কে শতাধিক পুলিশ সদস্যকে দেখা যায়।
ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, “শিক্ষার্থীদের আমরা অনুরোধ করেছি তারা যেন মহাসড়ক অবরোধ না করে। কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি।”
অবরোধ উঠানোর জন্য যা করা দরকার প্রয়োজনে তা করা হবে বলেও জানান তিনি।