Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সিলেটে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা, আটক ১

ss-sylhet-1-8-24
[publishpress_authors_box]

পুলিশি বাধার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করতে পারেনি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কর্মসূচি পালনে শিক্ষার্থীরা জমায়েত হতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় একজনকে আটকও করে পুলিশ। পরে শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা গেইট এলাকায় কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’কে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে কিছু শিক্ষার্থী একত্রিত হতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা এরপর আবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুরমা গেইটের সামনে রাস্তার একপাশ অবরোধ করে রাখে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও এলাকাবাসীকেও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

আটককৃত সাঈদুর মিয়া (১৭) সিলেটের ওসমানীনগর উপজেলার বুরঙ্গা গ্রামের ফজল মিয়ার ছেলে। সে বুরঙ্গা ইকবাল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ঢাকাসহ সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই দিবাগত রাত থেকে কারফিউ জারি করে সরকার। সরকারি হিসাবে বলা হচ্ছে, আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় প্রাণ হারিয়েছে দেড়শ মানুষ। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, মৃতের সংখ্যা ২৬৬। নিহতদের স্মরণে বৃহস্পতিবার কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শাবিপ্রবির অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের গেইটে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। পুলিশ ধাওয়া দিয়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সুরমা আবাসিক এলাকার সামনে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার কারণে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় রাখা হয়েছে।”

শাবিপ্রবির শিক্ষকদের অবস্থান কর্মসূচি।

আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে শাবিপ্রবির শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত