Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে কোটাবিরোধীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মঙ্গলবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করে। ছবি : সকাল সন্ধ্যা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মঙ্গলবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহতদের জন্য বুধবার দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই কর্মসূচির কথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “আগামীকাল (বুধবার) ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।”

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীদের প্রতি এ সময় আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার দিনভর কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়।

এর মধ্যে ঢাকায় নিহত হয়েছে দুজন। চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছে। এমাসের শুরুতে সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলন শুরুর পর নিহতের ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর ঢাকাসহ ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও স্নাতকের শিক্ষার্থীদের এই বিক্ষোভে কলেজ শিক্ষার্থীরাও যোগ দেওয়ার প্রেক্ষাপটে সারাদেশে স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিশ্ববিদ্যালয়ও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত