ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট ঢাকার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব-২। এর মধ্যে আছে ৩টি শটগান ও ৯৮ রাউন্ড কার্তুজ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও ১টি পুলিশ বেল্ট উদ্ধার করে র্যাব-২ এর একটি দল।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বেল্ট মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট চলে থানাগুলোতে, খোয়া যায় অনেক অস্ত্র ও গুলি।
সে সময় থানা ভবন, ফাঁড়িসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন ১৪২টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সে সময় সারাদেশে বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলি লুট হয়। গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭৬৩টি অস্ত্র এবং ২ লাখ ৮৬ হাজার ৮২টি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ঢাকার মোহাম্মদপুর থানা থেকেই ৭ শতাধিক অস্ত্র ও প্রায় ৩৫ হাজার গোলাবারুদ লুট হয়েছে। এর মধ্যে সরকারি অস্ত্র ছিল ২ শতাধিক ও গোলাবারুদ ছিল ১৫ হাজার।