ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চাইনিজ রাইফেল, শট গান, পিস্তল ও গ্যাস গান রয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট হয় পুলিশের অস্ত্র-গুলিও।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র-গুলি থানায় জমা দিতে সোমবার ৭ দিন সময়সীমা বেঁধে দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এর দুদিন পর অস্ত্র উদ্ধারের খবর দিল র্যাব। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অস্ত্র লুটপাটের পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। পাশাপাশি জনগণ অস্ত্র উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করায় উদ্ধার অভিযানে গতি আসে।
এ বিষয়ে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক শরীফ-উল-আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে মঙ্গলবার পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।