ফেডারেশন কাপে দুর্দান্ত খেলছিল ফর্টিস এফসি। বাংলাদেশ পুলিশের সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র। এরপর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও হারিয়েছিল। পরের ম্যাচেই হারিয়ে দেয় ঢাকা ওয়ান্ডরার্সকে। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা সেই দলটিকে মঙ্গলবার মাটিতে নামিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রার্দাস ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। একমাত্র গোলটি করেছেন কাওসার আলী রাব্বি। পাশাপাশি গোল পোস্টের নিচেও দুর্দান্ত খেলেছেন আশরাফুল ইসলাম রানা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অন্য ম্যাচে পুলিশ এফসি ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।
হেরেও ফর্টিস ‘এ গ্রুপে শীর্ষে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের। ৪ পয়েন্ট পুলিশের। টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে ওয়ান্ডারার্সের। ন শেষ ম্যাচে নির্ধারণ হবে কোন দুটি দল যাবে কোয়ালিফায়ারে।
ময়মনসিংহের ব্রাদার্সের জার্সিতে দুর্দান্ত খেলেছেন রাব্বি। ৩৬ মিনিটে বক্সের ভেতরে সাজ্জাদ হোসেনের পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন। আশরাফুল ইসলাম রানাও বেশ কিছু গোল সেভ করে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় দারুণ শুরু পায় ঢাকা ওয়ান্ডারার্স। ৪০ মিনিটে পেনাল্টি পায় দলটি। মোহাম্মদ ইমনের গোলে এরপর এগিয়ে যায় ওয়ান্ডারার্স।
কিন্তু ম্যাচের শেষ পর্যায়ে দুই মিনিটে দুই গোল করে পুরো ৩ পয়েন্ট পেয়েছে পুলিশ এফসি। ৮৪ মিনিটে সমতা ফেরান মান্নাফ রাব্বি। এরপর এহসানুর রহমানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স।