রাফায়েল নাদালকে আদর্শ করে বেড়ে উঠেছেন কার্লোস আলকারাজ। দুই সময়ের দুই তারকাকে মিলিয়ে দিল অলিম্পিক। স্পেনের হয়ে জুটি বেঁধে ছেলেদের দ্বৈতের প্রথম রাউন্ডে আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস জুটিকে ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়েছেন তারা।
২০১৬ রিও অলিম্পিকে রুপা জয়ী নাদালের সঙ্গে খেলতে পেরে আপ্লুত আলকারাজ, ‘‘নাদাল অসাধারণ। দ্বৈতেও দেশের হয়ে নিজের সেরাটা খেলল প্যারিসে। তার সঙ্গে খেলতে পারাটা সম্মানের।’’
মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলকে বলা হচ্ছিল ‘রেস অব দ্য সেঞ্চুরি’। কারণ আরিয়ার্না টিটমাস, কেটি লেডিকি ও সামার ম্যাকিন্টোস-এই তিন সাঁতারুই গড়েছিলেন সবশেষ তিনটি বিশ্বরেকর্ড। ২০১৬ অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন লেডিকি। আর গত আসরে টিটমাস। তাদের লড়াইয়ে শেষ হাসিটা অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাসের। ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন তিনি।
৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ডে রুপা ম্যাকিন্টোসের আর ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ লেডেকির। যুক্তরাষ্ট্রের লেডিকি এ নিয়ে জিতলেন ১১তম অলিম্পিক পদক।
প্রায় ১০০ বছরের মধ্যে প্রথম নারী হিসেবে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে টানা দুই অলিম্পিকে সোনা জিতেছেন টিটমাস। এটা ছিল ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে সাঁতারের কোনো ইভেন্টে টানা দুবার অলিম্পিক সোনা জয়ের নজির। ফ্রেজার ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত জিতেছিলেন ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা।
মেয়েদের দলীয় ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। অলিম্পিকের নতুন রেকর্ড এটা।
৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন জার্মানির লুকাস মার্টেনস। গত ৩৬ বছরে সাঁতারে এটি জার্মানির প্রথম সোনা।
ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে সোনা জিতেছেন হংকংয়ের ভিভিয়ান কং। ফ্রান্সের অঁরিয়ে মাল্লো-ব্রেটনের বিপক্ষে ১২-১২ সমতার পর অতিরিক্ত সময়ে একটি সাডেন ডেথ হিটে বাজিমাত তিনবারের এই এশিয়ান চ্যাম্পিয়নের। হংকংয়ের প্রথম নারী হিসেবে ফেন্সিংয়ে অলিম্পিকের সোনা জিতলেন তিনি।