Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

অর্থমন্ত্রীর দায়িত্ব একজন নারীকে দিলেন স্টারমার

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস
[publishpress_authors_box]

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার ঘোষিত ২১ সদস্যের নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র‌্যাচেল রিভস। এর মধ্য দিয়ে অর্থমন্ত্রী পদে প্রথমবারের একজন নারীকে পেল যুক্তরাজ্য।

বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির বড় পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির টালমাটাল অর্থনৈতিক অবস্থাকে। টালমাটাল এই অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া লেবার পার্টির নতুন সরকারের জন্যও বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলানোর দায়িত্ব স্টারমার দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের অর্থনীতিবিদ র‌্যাচেল রিভসকে।

নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে ৪৫ বছর বয়সী র‌্যাচেল রিভস বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির মিশন, আর এখন এটি জাতীয় মিশন।

সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের কেন্দ্রেও ছিল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি।

স্টারমার তার নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন অ্যাঞ্জেলা রায়নারকে, ডেভিড ল্যামিকে করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

২১ সদস্যের নতুন মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ইভেত্তে কুপারকে, বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জোনাথন রেনল্ড। অন্যদের মধ্যে জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, স্টিভ রিড পরিবেশমন্ত্রী ও এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আপসানা বেগমের কেউই নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি।

লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পালন করলেও নতুন সরকারের মন্ত্রিসভায় নেই বাংলাদেশি বংশোদ্ভূত এমপিদের কেউ। ছবি বাঁ থেকে- টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রুপা হক

এই চারজনের মধ্যে রুশনারা আলী পঞ্চমবার, রূপা হক ও টিউলিপ সিদ্দিক চতুর্থবার ও আপসানা বেগম দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে পার্লামেন্টারি অভিজ্ঞতাসহ সবদিকে এগিয়ে ছিলেন রুশনারা আলী। এর পরেই রূপা হক ও টিউলিপ সিদ্দিকের নাম ছিল আলোচনায়। কিন্তু শুক্রবার ঘোষিত নতুন মন্ত্রিসভায় তাদের কেউ স্থান পাননি।

বাংলাদেশি বংশোদ্ভূত কেউ মন্ত্রিসভায় জায়গা না পেলও পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বার্মিংহাম থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

৪৯ বছর বয়সী রুশনারা আলী এর আগে লেবার পার্টির আর্ন্তজাতিক উন্নয়নবিষয়ক ছায়া মন্ত্রী ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক এর আগে লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর রূপা হক এর আগে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত