মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শেষ বিকেলে সাঁতারুদের উৎসাহ দিয়ে গেল বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা। তাদের আনন্দ বিকেলে মোটেও পানি ঢেলে দেননি নৌ বাহিনীর দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার।
মঙ্গলবার ছিল ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিন। আর শেষ দিনে প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সামনে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জেতেন রাফি ও যুথী।
যদিও রাফি কোনও রেকর্ড গড়েননি এ দিন। তবে এই ইভেন্টে সোনা জিততে তিনি সময় নেন ০০:৫৯.১৫ সেকেন্ড। আর যুথী রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তার টাইমিং ০১:১১.৮৩ সেকেন্ড।
সব মিলিয়ে রাফি ০৫ টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে ৩টি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। ছেলেদের বিভাগে রাজবাড়ীর এই সাঁতারু হয়েছেন সেরা। মেয়েদের বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া যুথী ৪ টি সোনা ও ১টি রুপা জিতেছেন। এর মধ্যে ৩টিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড।
বিশ্ব সাঁতার সংস্থা ফিনার বৃত্তি নিয়ে থাইল্যান্ডে গেছেন দুই বছর আগে। সেখানকার অনুশীলনের মাঝ পথে বাংলাদেশে এসে অংশ নিচ্ছেন ৩৩তম জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে। অলিম্পিয়ান সাঁতারু রাফি থাইল্যান্ডের অনুশীলন কাজে লাগিয়ে সেরা টাইমিং করতে চান আগামী মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে।
সেরা সাঁতারুর পুরস্কার হাতে নিয়ে রাফি বলছিলেন, “আমি আসলে দ্বিতীয় ধাপে থাইল্যান্ডে গিয়ে আগের টাইমিংয়েই পৌঁছাতে পারছিলাম না। যদিও কোচ বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। তারপরও এটা নিয়ে খুব হতাশ হয়ে পড়ি। এর ওপর হঠাৎ করে জাতীয় সাঁতারের তারিখ ঘোষণা করা হলো। ভেবে পাচ্ছিলাম না কি হবে, না হবে? এরপর কোচ আমাকে গত ২ মাস কঠিন ট্রেনিং করান। এতেই টাইমিংয়ে এত উন্নতি হয়েছে আমার।”
দেশে অবশ্য নিয়মিত অনুশীলনের সুযোগ পান না যুথী। তারপরও সেরা সাঁতারুর পুরস্কার জিতে খুশি তিনি, “আমার কোচ মাহফুজা খাতুন শিলা। উনার অধীনে ভালো করছি। সামনে হাঙ্গেরিতে ওয়ার্ল্ড সুইমিংয়ে যাবো। আশা করি এই পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ওখানে টাইমিং আরও কমানোর চেষ্টা করবো।”
প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৮টি ও ডাইভিংয়ে ২টি ইভেন্ট হয়েছে। এ দিন সাঁতারে ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে সাঁতারে ১০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হলো।
জাতীয় সাঁতারে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই সংস্থাটি জিতেছে ৩২টি সোনা, ২৬ টি রুপা ও ১২ টি ব্রোঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী ১০ টি সোনা, ১৫টি রুপা ও ২৩ টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানার আপ।