ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। টেস্টে ১৩ হাজার আর ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান করা দ্রাবিড় এখন রোহিত শর্মাদের কোচ। কিন্তু জানেন কি, ক্যারিয়ারে ফর্ম যখন তুঙ্গে, সেই ২০০৩ সালে দ্রাবিড় খেলেছিলেন স্কটল্যান্ডের হয়ে!
ইংলিশ ঘরোয়া ওয়ানডে লিগে দ্রাবিড় খেলেছিলেন স্কটল্যান্ডের হয়ে। ১১টা ওয়ানডে, আরেকটা ট্যুর ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। স্কটল্যান্ডে থাকা কয়েকজন ভারতীয় দ্রাবিড়ের জন্য চ্যারিটি ডিনারের আয়োজন করে সংগ্রহ করেছিলেন ৪৫ হাজার পাউন্ড।
১১ ওয়ানডেতে ৬৬.৬৬ গড়ে ৬০০র মত রান করেন দ্রাবিড়। সেই গল্পই করলেন কাল কানাডার ড্রেসিংরুমে। বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় দ্রাবিড় যান কানাডার ড্রেসিংরুমে। তাকে উপহার দেওয়া হয় কানাডার একটি জার্সি, সেখানে স্বাক্ষর ছিল কানাডার সব ক্রিকেটারের।
কানাডার ক্রিকেটারদের প্রেরণা দিয়ে দ্রাবিড় বলেন, ‘‘আমি স্কটল্যান্ডের হয়ে ২০০৩ সালে খেলেছি। জানি সহযোগী দেশগুলোর জন্য ক্রিকেট খেলা কতটা পরিশ্রমের। তোমরা সকলের কাছে অনুপ্রেরণা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে তোমাদের।’’
দ্রাবিড় আরও যোগ করেন “বিশ্বকাপে তোমাদের অবদান অস্বীকার করা যাবে না। আমরা জানি খেলার জন্য কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোমাদের। সহজ নয় এটা।”