ভারতের নামী অনেক ক্রিকেটারের আত্মজীবনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে। সেই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিরা। দিনকয়েক আগে যুবরাজ সিংয়ের আত্মজীবনী রুপালি পর্দায় আসার ঘোষণা এসেছে।
এবার রাহুল দ্রাবিড়ের নাম জুড়ে গেল। তবে সেটা অন্যভাবে। ‘দ্য ওয়াল’খ্যাত এই কিংবদন্তির আত্মজীবনী নিয়ে সিনেমা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে যদি হয়, সেখানে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন দ্রাবিড়। শর্ত একটাই- অভিনয়ের জন্য টাকার পরিমাণ বেশি হতে হবে।
দ্রাবিড়ের এই বক্তব্যের পুরোটাই রসিকতা। দূর থেকে ভারতের সাবেক এই অধিনায়ক ও কোচকে খুব চুপচাপ ও বেসরিক মনে হতে পারে। তবে বাস্তব জীবনে তারও আছে রসিক মন। সেটাই প্রকাশ পেল এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
দ্রাবিড়ের কাছে প্রশ্ন ছিল, তার বায়োপিকে নামভূমিকায় কোন অভিনেতাকে নির্বাচন করবেন? ভারতের কিংবদন্তি ব্যাটারের উত্তর, “যদি টাকার অঙ্কটা বেশি হয়, তাহলে আমি নিজেই আমার চরিত্রে অভিনয় করব।”
দ্রাবিড় কথা বলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। ভারত ১৩ বছর পর আরেকটি বিশ্বকাপ জিতেছে তার কোচিংয়ে। এই সাফল্যের গল্প শুনিয়েছেন দ্রাবিড়, “সত্যি বলতে আমি ভিন্ন কিছু করতে চাইনি। (২০২৩ সালের) ওয়ানডে বিশ্বকাপ আমাদের দারুণ একটা অভিযান ছিল। আগে আমরা যে শক্তি আর উৎসাহ নিয়ে এগিয়েছি, একইভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। এরপর আমরা শুধু একটু ভাগ্যের ছোঁয়ার আশায় ছিলাম।”