Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় মাছের খামারে অভিযান

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়ির চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সকাল সন্ধ্যা
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়ির চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামারে অভিযান অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার বেলা ১টা থেকে উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের খামারটি ঘিরে রাখা হয়েছে। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

ভাসাপাড়া গ্রামটি নেত্রকোণা জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। হাওরের নিরিবিলি স্থানে খামরটির অবস্থান হলে এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভাল।

বিকালে সেখানে গিয়ে দেখা যায়, খামারটির ফটক বন্ধ রয়েছে। চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর। আশপাশের উৎসুক মানুষও ভিড় করেছেন।

খামারের ভেতরে একটি দোতলা বাড়ি এবং তার পাশে আরেকটি টিন শেড ঘর রয়েছে। বাড়ির পাশে পুকুর আছে, আছে ধান ক্ষেত। সামনে দিয়ে চলে গেলে একটি রাস্তা।

সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ সাংবাদিকদের সামনে বিষয়টি ব্রিফ করেন।

তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই বাড়িটি নজরদারির আওতায় নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার বাড়িটিতে একদফা অভিযানও চালানো হয়েছে। সেখান থেকে একটি পিস্তল, ১৭টি গুলি ও একটি ওয়াকিটকি ও কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।

এর ভিত্তিতে শনিবার ময়মনসিংহ থেকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা সেখানে গেছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, তারাই ভেতরে অভিযান চালাচ্ছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, জঙ্গিরা এই জায়গাটিকে তাদের প্রশিক্ষণের আস্তানা হিসেবে ব্যবহার করত। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আসাদ উল্লাহ চৌধুরীসহ সাত সদস্যের একটি দল এই অভিযানে অংশ নিয়েছে।

তিনি বলছেন, প্রাথমিকভাবে বোঝা গেছে এটি প্রশিক্ষণ শিবির। তবে, এখন ভেতরে কেউ নেই। হয়তো যারা ছিলেন, তারা পালিয়ে গেছে।

কেন প্রশিক্ষণ শিবির মনে হচ্ছে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ভেতরে আমরা ব্যায়াম করার কিছু জিনিসপত্র পেয়েছি। তবে বোমা তৈরির কোনো সরঞ্জাম বা আলামত এখনও আমরা পাইনি। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়রা জানিয়েছেন, এই বাড়িটির মালিক গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান। তিনি প্রায় ২৫ বছর আগে এই দোতলা বাড়িটি তৈরি করেন। তবে বাড়িটি ভাড়া দেন আট বছর আগে।

বাড়ির ফটক প্রায় সবসময় বন্ধ থাকত জানিয়ে তারা বলছেন, মাঝে মাঝে অপরিচিত এক-দুজন লোককে সেখান থেকে বের হতে দেখা যেত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত