Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বজ্রঝড়-বৃষ্টির শঙ্কা অ্যান্টিগায়, বাংলাদেশ-ভারত ম্যাচ হবে তো?

1111111111
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছিল বৃষ্টির কবলে। আজ বাংলাদেশ-ভারতের ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট আকুওয়েদার বলছে, অ্যান্টিগার স্থানীয় সময় ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রঝড়ের শঙ্কা আছে। আর ম্যাচ শুরুর সময় সকাল ১০-৩০ মিনিটে।

বজ্রঝড়ের পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ থেকে ৫১ শতাংশ। তবে দিনভর বৃষ্টি হওয়ার শঙ্কা নেই। বৃষ্টিতে ওভার কাটা গেলে ম্যাচের ফল নির্ধারণ হবে ডিএলএস পদ্ধতিতে। 

সুপার এইটে কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। বৃষ্টিতে ম্যাচ না হলে বাংলাদেশ ও ভারত পাবে সমান ১ পয়েন্ট। এই কথাই আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেছেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে বিপদ বাড়বে ভারতের।

রোহিত শর্মারা শেষ ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচ হারলে ৩ পয়েন্টে আটকে থাকবে ভারত। তখন সেমিফাইনালের সুযোগ তৈরি হবে বাংলাদেশ ও আফগানিস্তানের।

 বাংলাদেশ শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারালে পৌঁছাবে শেষ চারে। আবার আফগানরাও শেষ দুই ম্যাচ জিতলে ভারতকে পেছনে ফেলে পাবে শেষ চারের টিকিট। তাই আজকের ম্যাচ যেন ভেসে না যায় সেই প্রার্থনাই করবে ভারত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত