Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বৃষ্টি ‘আপাতত’ স্বস্তির, ফের বাড়বে গরম

[publishpress_authors_box]

ঢাকাসহ দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহের মধ্যেই পাওয়া গেল বাতাসের শোঁ শোঁ শব্দ আর মন জুড়ানো বৃষ্টি।

রবিবারই তাপপ্রবাহের কারণে ঢাকায় যে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছিল, সোমবার দুপুর গড়াতেই তা বেশ আরামদায়ক আবহাওয়ায় পরিণত হয়। রোদ তো ছিলই না, আকাশজুড়ে ছিল মেঘ, মেঘের কড়কড়ানি। বিকেলের পর নেমেছিল স্বস্তির বৃষ্টিও।

তবে এই বৃষ্টির স্বস্তি খুব বেশি সময় থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনূল ইসলাম।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “বৃষ্টি আজ হচ্ছে, তবে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা কম। অন্তত আপাতত তাই বলতে পারি।

”তবে কুষ্টিয়া, ঢাকা, ঝিনাইদহ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়; এই বেল্টের জেলাগুলোয় আকাশ মেঘলা থাকবে, হালকা বাতাস থাকবে আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হবে। তবে সব জায়গায় বজ্রপাত হবে।”

আপাতত স্বস্তির আবহাওয়া পাওয়া গেলেও মঙ্গলবার থেকে ফের গরম আর অস্বস্তিকর আবহাওয়া ফিরবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া পুরোপুরি স্বস্তির হতে ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত সময় লাগবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের ৬৪ জেলার মধ্যে ১২টি জেলার উপর দিয়ে চলছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস আরও জানাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙমাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গআ ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বাঘাবাড়িতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬, রাজশাহীতে ৩৭ দশমিক ৫, রংপুরে ৩২ দশমিক ৭, ময়মনসিংহ ৩৪, সিলেটে ৩১, চট্টগ্রাম ৩২, খুলনা ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত