Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বৃষ্টি হচ্ছে, গরম কমছে না

4-4
[publishpress_authors_box]

মাঝ আষাঢ়ে বৃষ্টি হচ্ছে দেশজুড়েই; এমন বৃষ্টি আরও কয়েকদিন ঝরবে বলেই আভাস রয়েছে। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে, সে তুলনায় গরম কমছে না, বরং আর্দ্রতা অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।

রবিবার সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় মুষলধারে বর্ষণ দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায়, শেরপুর, লালমনিরহাট ও সুনামগঞ্জ ছাড়া সব জেলায়ই বৃষ্টি হয়েছে।

এদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সকালে পরীক্ষা শুরুর আগে, আবার দুপুরে পরীক্ষা শেষের পরও বৃষ্টির ভোগান্তিতে পড়তে হয়েছিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩৪ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩২ মিলি মিটার। পঞ্চগড়ে ১২৯ মিলি মিটার, বাগেরহাটে ১১২ মিলি মিটার, রাজশাহীতে ৩১ মিলি মিটার, চট্টগ্রামে ৬৭ মিলি মিটার, সিলেটে ২৭ মিলি মিটার, নেত্রকোনায় ৬৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সারাদেশে এমন বৃষ্টির মধ্যে গরম কমার কথা থাকলেও তেমনটা দেখা যাচ্ছে না।

কেন? এই প্রশ্নে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “বর্তমানে যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই মেঘটা নিচের মেঘ। মেঘ যত উপর থেকে বৃষ্টি ঝরায়, তাতে তত ঠাণ্ডাভাব থাকে এবং তখন বৃষ্টি হলে শীত অনুভূত হয়। কিন্তু এখন সেটা হচ্ছে না।”

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা এই সময়ে কখনও ২৭ ডিগ্রির নিচে নামেনি।

অধিকাংশ জেলায়ই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাকও ছিল কম।

তুলনামূলক কম শীতল বৃষ্টির সঙ্গে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের অস্বস্তি বাড়ছে বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার।

তিনি বলেন, “ঘরের বাইরে বের হলেই গরমভাবটা বেশি অনুভূত হয়। কারণ হিউমিডিটি বেশি। এ কারণে অস্বস্তিটাও বেশি।”

আগামী কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্যই কমতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত