Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বৃষ্টির আভাস ৮ বিভাগেই, কমতে পারে দিনের তাপমাত্রা

weather-bhaban
[publishpress_authors_box]

দেশের আট বিভাগেই শনিবার বৃষ্টি হতে পারে পারে। সেইসঙ্গে সারাদেশে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন তাপমাত্রা উঠেছিল সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, ২৬ মিলিমিটার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত