Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

রাতের তাপমাত্রা বাড়তে পারে

রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সকাল সন্ধ্যা
রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দেশের চার বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য জায়গার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী তীরবর্তী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল সাময়িক ব্যাহত হতে পারে।

পূর্বাভাসে তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত