Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

Raisi_Middleaest
[publishpress_authors_box]

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, শোক পালনে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একইসঙ্গে সেদিন নিহতদের জন্য শান্তি কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি ও ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমসহ ৯ জন।

সেদিন ভারি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ১৫ ফুটের বেশি দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এ অবস্থায় সামনে এগোতে না পেরে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করলে সেটি পাহাড়ি বন এলাকায় বিধ্বস্ত হয়। এতে রাইসি ও তার সহযাত্রীরা সবাই মারা যান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত