Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ওরশের হাজারো যাত্রী নিয়ে মেদিনীপুরে গেল বিশেষ ট্রেন

ভক্তদের নিয়ে বিশেষ ট্রেন বুধবার রাতে রাজবাড়ী ছেড়ে যায়। ছবি: সকাল সন্ধ্যা
ভক্তদের নিয়ে বিশেষ ট্রেন বুধবার রাতে রাজবাড়ী ছেড়ে যায়। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে প্রতি বছর হজরত আব্দুল কাদের জিলানীর (রা.) বংশধর হজরত আল বাগদাদী আল মেদিনীপুরীর (আ.) ওরশ অনুষ্ঠিত হয়। এ বছর ওরশের দিন ঠিক হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

কেবল ভারত নয়, বাংলাদেশেও বাস করেন মেদিনীপুরীর বহু ভক্ত। বাংলাদেশি এসব ভক্তদের কথা মাথায় রেখে প্রতিবছরই ওরশ উপলক্ষে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন যায় ভারতে।

এই রেওয়াজ আজকের নয়। ১৯০২ সাল থেকে একটি ট্রেন প্রতি বছর বাংলাদেশের রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয়।

এ বছর মেদিনীপুরীর ১২৩তম ওরশে যোগ দিচ্ছেন দুই হাজারের বেশি বাংলাদেশি ভক্ত। তারা এরই মধ্যে বিশেষ ট্রেনে চেপে মেদিনীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, বুধবার দুপুরে ভারত থেকে ২৪ বগির ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। রাত ১০টার দিকে এটি রাজবাড়ী স্টেশন ছাড়ে। বিশেষ এই ট্রেনে যাত্রী ছিলেন ২ হাজার ২৫১ বাংলাদেশি। ওরশ শেষে সোমবার এটি রাজবাড়ী ফিরবে।

ট্রেনে যেকোনো সমস্যা সমাধানে প্রহরী, ইলেকট্রিশিয়ান ও সহকারী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে মাস্টার তন্ময়।

মেদিনীপুরের সঙ্গে মিল রেখে ওরশের দিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও নানা আনুষ্ঠানিকতা হয়। পীরের স্থানীয় ভক্তরা সেই অনুষ্ঠানে যোগ দেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী জানান, মেদিনীপুরের ওরশে যোগ দিতে ভারত সরকারের সুপারিশে ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে বাংলাদেশিদের ভিসা দিয়ে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত