Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

জন্মদিনে ফার্স্ট লুক দিয়ে ভক্তদের চমকে দিলেন রাজকুমার রাও

Rajkumar Rao
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

‘স্ত্রী ২’ এর অবিশ্বাস্য সাফল্যের পর ‘মালিক’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা রাজকুমার রাও। গ্যাংস্টার ড্রামা ধর্মী এই সিনেমার ‘ফার্স্ট লুক’ পোস্টার ইতিমধ্যে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন এই তারকা।

৩১ অগাস্ট নিজের ৪০ তম জন্মদিনে নতুন এই সিনেমার আভাস দিলেন রাজকুমার রাও। জানিয়েছেন, শুটিংও শুরু হয়ে গিয়েছে।

জন্মদিনে রাজকুমারের এই ঘোষণা তার ভক্তদের জন্য ছিল সেরা চমক। পোস্টারটি প্রকাশ করে তিনি লিখেছেন, “শ্যুট শুরু হো চুকা হ্যায়, জালদি মুলাকাত হোগি” (শ্যুটিং শুরু হয়ে গিয়েছে, শিগগিরই দেখা হচ্ছে)।

ছবি-রাজকুমার রাও এর ইন্সটাগ্রাম হ্যান্ডল

পোস্টারে দেখা যাচ্ছে, রাজকুমার রাও দাঁড়িয়ে আছেন বন্দুক হাতে। পোস্টারের জন্য ছবিটি তোলা হয়েছে তার পেছন দিক থেকে। একে-ফোরটি সেভেন রাইফেল হাতে দাঁড়ানো রাজকুমারের ছবিটি যেন ভীষণ কোন অ্যাকশন থ্রিলারের ইঙ্গিত দিচ্ছে।

কিছুদিন আগেই হরর-কমেডি ‘স্ত্রী-টু’ দিয়ে করেছেন বিশ্বজয়। ইতিবাচক সাড়া দিয়েছেন সমালোচকরাও। দুই সপ্তাহ পেরিয়ে সিনেমাটি আয় করেছে ৫০০ কোটির রুপিরও বেশি।

পুল্কিত পরিচালিত ‘মালিক’ সিনেমায় রাজকুমারের সাথে থাকছে ‘টুয়েলভথ ফেইল’-এর অভিনেত্রী মেধা শঙ্কর।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত