Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মেট্রোর জয়ে রাকিবুলের ৮ উইকেট

যুব বিশ্বকাপ জয়ী স্পিনার নিলেন ইনিংসে ৮ উইকেট। ছবি : সংগৃহীত
যুব বিশ্বকাপ জয়ী স্পিনার নিলেন ইনিংসে ৮ উইকেট। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোর জয়টা এসেছে মাত্র দুই দিনে। চারদিনের খেলা দুই দিন শেষ হতে খুব একটা দেখা যায় না। তবে রাজশাহীর ব্যাটিং বিপর্যয়ে তা সত্যি হলো। আর এটা সম্ভব হয়েছে রাকিবুল হাসানের ইনিংসে ৮ উইকেটে। 

ম্যাচের প্রথম দিন শনিবার মারুফ মৃধার পেস তাণ্ডবে মাত্র ৭৭ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় রাজশাহীর। অভিষেক হওয়া মারুফ মাত্র ২২ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে সেভাবে মুখ থুবড়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতেই হতো রাজশাহীকে। তাও পারেনি দলটি।

সাভারে বোলারদের লড়াইয়ের ম্যাচে প্রথম ইনিংসে ২৩৩ রান করে ঢাকা মেট্রো। এতে ১৫৬ রানের লিড আসে তাদের। দ্বিতীয় ইনিংসে রাকিবুল হাসান ৫৬ রানে ৮ উইকেট নিলে ১৬৬-তে থেমে যায় রাজশাহী। এতে তারা মাত্র ১৪ রানের টার্গেট দিতে পারে ঢাকা মেট্রোকে। ২.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে ঢাকা মেট্রো।

জাতীয় ক্রিকেট লিগে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড আবদুর রাজ্জাকের। দুবার এক ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া নাঈম হাসানের এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার কীর্তি আছে ২০১৮ সালে বিসিএলে।

এছাড়া সিলেটে জয়ের পথে আছে স্বাগতিক সিলেট। চট্টগ্রামের বিপক্ষে ২২০ রানের লক্ষ্যে নেমে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তাদের। জয়ের জন্য আর ৯০ রান দরকার সিলেটের। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসের লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৯৮ রানে থামে চট্টগ্রাম। জবাবে সিলেট গুটিয়ে যায় ১৫২ রানে। ৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে চট্টগ্রাম আল আউট হয় ১৭৩ রানে। 

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় একদিন পর খেলা শুরু হওয়া রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচে রংপুর প্রথম ইনিংসে ২৫৩ রান করে। জবাবে ঢাকা ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে। দ্বিতীয় দিন শেষে তারা পিছিয়ে ১৮৩ রানে। খুলনাতে খেলা শুরু হয়েছে আরও দেরিতে। প্রথম ইনিংসে নেমে স্বাগতিক খুলনা ১ উইকেটে ১৩০ রান করেছে। এনামুল হক বিজয় ৬৬ রানে অপরাজিত আছেন। সৌম্য সরকার আউট হয়েছেন ৬৩ রানে। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত