Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

রোজায় স্কুল : হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ফাইল ছবি/সকাল সন্ধ্যা
রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ফাইল ছবি/সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রমজান মাসে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

তিনি জানান, সোমবার বিকালে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের শুনানি হতে পারে।

এর আগে চলতি বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজগুলোয় রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল।

তবে ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী নতুন প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়।

এরপর ১১ ফেব্রুয়ারি একই সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। তবে তারা প্রথম ১০ দিন স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

রোজার প্রথম ১০ দিন প্রাথমিক স্কুল এবং নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়ে সরকারের দেওয়া প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন ঢাকার রাজাবাজারের বাসিন্দা এক অভিভাবক মো. শফিউর রহমান চৌধুরী।

রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সেই রিটের শুনানি নিয়ে রমজান মাসে স্কুল খোলা রাখতে সরকারের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে রবিবার আদেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত