দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে সোমবার। আগামীকাল মঙ্গলবার শুরু হবে রোজা।
চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাত থেকেই শুরু হবে তারাবি নামাজ। এর মধ্য দিয়েই রমজান মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
রবিবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা।