Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রমিজ রাজা আসছেন বিপিএলে

qq
[publishpress_authors_box]

মোহাম্মদ আমিরের খেলার কথা ছিল বিপিএলে। শেষ বেলায় সিদ্ধান্ত বদলে আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ খেলতে যান পাকিস্তানি এই পেসার।

এরকম শঙ্কা চলছিল রমিজ রাজাকে ঘিরেও। বিপিএলের সঙ্গে ধারাভাষ্যের চুক্তি থাকলেও ঢাকা ও সিলেট পর্বে দেখা যায়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যানকে।

পিএসএল দরজায় কড়া নাড়ায় পাকিস্তানে ফিরে গেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানারও। তবে এর মাঝেই সুখবর দিলেন রমিজ নিজে। বিপিএলে কার্টলি অ্যামব্রোসের মত ক্যারিয়াবিয়ান কিংবদন্তির সঙ্গে ধারাভাষ্যে যোগ দিতে চলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বিপিএলে আসা নিয়ে রমিজ লিখেছেন, ‘‘পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। যখন পিএসএলের প্রস্তাব পাই ততদিনে বিপিএলের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল আমার। তাই শেষ লৈগে পিন্ডি ও খাইয়ে যোগ দিব আমি। আশা করছি দারুন টুর্নামেন্ট হবে।’’

বিপিএল শেষ হবে আগামী ১ মার্চ। পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন, রাওয়ালপিন্ডি পর্ব থেকে তিনি যুক্ত থাকবেন পিএসএলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত