Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের ভুল বাংলাদেশও করেছে : রমিজ রাজা

৩৩৩৩৩
[publishpress_authors_box]

চিত্রনাট্য যেন একই। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হৃদয় ভাঙা হার। আগের দিন ভারতের বিপক্ষে পাকিস্তান যে ভুল করেছে, একই স্টেডিয়ামে একই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ভুল করেছে বাংলাদেশও।

কি সেই ভুল? পাকিস্তানি সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক প্রধান রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বললেন, ‘‘ বাংলাদেশও পাকিস্তানের মতো অপেক্ষায় ছিল জুটি হবে আর সহজে জিতে যাব। অথচ এই উইকেটে জুটি গড়া অনেক কঠিন। আর ম্যাচ পড়তে পারার ক্ষমতা পাকিস্তানের যেমন কম ছিল, বাংলাদেশেরও তাই।’’

বাংলাদেশ ও পাকিস্তানের আরও একটি ভুল চোখে আঙুল দিয়ে দেখালেন রমিজ, ‘‘সমস্যা হয়েছে স্নায়ুতে। পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ হয়েছে টেম্পারামেন্ট, জেতার ইচ্ছা, রান তাড়ার সক্ষমতা আর ম্যাচ বুঝতে পারার ক্ষমতা। এই রানটা তাড়া করা উচিত ছিল, তা উইকেট যেমন হোক, কন্ডিশন যেমন হোক, প্রতিপক্ষ যেই থাকুক।’’

তাওহীদ হৃদয়ের প্রশংসা করলেও তার আউটটা যে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল সেটা মনে করিয়ে দিলেন রমিজ, ‘‘ হৃদয় ভয়ডরহীন ক্রিকেট খেলে। রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, যা না দিলেও পারত। মনে হচ্ছে ভাগ্যও বাংলাদেশের পক্ষে ছিল না।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত