Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রামুতে দম্পতিকে গলা কেটে হত্যা

ramu-thana-coxsbazar-190624-02
[publishpress_authors_box]

কক্সবাজারের রামুতে নিজেদের ঘরে খুন হয়েছেন এক দম্পতি।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে তাদের ঘুমন্ত অবস্থায় জবাই করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

নিহতরা হলেন- ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) এবং তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

উপরেরখিল এলাকার একটি বাড়িতে তারা হত্যাকাণ্ডের শিকার হন।

কী কারণে, কারা এই দম্পতিকে খুন করেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।”

তদন্তে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, বলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত