ভারতীয় সুপারহিরো চরিত্র ‘শক্তিমান’ নিয়ে সিনেমা হবে বলিউডে। সনি পিকচার্স ইন্ডিয়া, ইতিমধ্যে শক্তিমান চরিত্রটি নিয়ে সিনেমা নির্মানের সত্ত্ব পেয়েছে। জানা গেছে, শক্তিমান চরিত্রটির জন্য তারা কাস্ট করছে রণবীর সিং-কে। আর পরিচালক হিসেবে সনি পিকচার্স দায়িত্ব দিয়েছে বেসিল জোসেফকে। তবে, সিনেমাটির সঙ্গে এতো বড় নাম জড়িয়েও চ্যালেঞ্জের মুখে পড়েছে সিনেমা নির্মাণের কাজ।
বিশ্বস্ত এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সনি পিকচার্স ইন্ডিয়া ‘শক্তিমান’ সিনেমার কাজ শুরু করার পর থেকেই নানান সমস্যা মোকাবেলা করে আসছে তারা।
সূত্রটি বলছে, “সনি পিকচার্স ‘শক্তিমান’ নিয়ে দারুণ কিছু করতে চায়, কিন্তু তারা বেশ অবাক হচ্ছে এই ভেবে যে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ছবিটি নিয়ে আশাবাদী নয়। কারণ রণবীর সিং-এর ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না। ওটিটি প্ল্যাটফর্মগুলো মনে করছে, রণবীর সিং এখন তার ক্যারিয়ারের খারাপ সময়ে আছেন। এমনকি রকি অউর রানি কি প্রেম কাহানি তেমন ব্যবসা করতে পারেনি।”
সূত্রটি আরও বলেছে, “সনি পিকচার্স মনে করে তারা ভারতের সিনেমার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর সিনেমাটি বানাতে যাচ্ছে। তারা মনে করে ‘শক্তিমান’ রণবীর সিং-এর মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে পর্দায় ফিরছে। কিন্তু অন্যদিকে বাজারে এটির মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন। ওটিটি প্ল্যাটফর্মগুলো তাদের বলেছে রণবীর সিং-এর জায়গায় রণবীর কাপুরকে নিতে। কারণ তার তারকা খ্যাতি দিন দিন পড়তির দিকে। ফলে সনি পিকচার্স তাদের বাজেট পুনর্বিবেচনা করে দেখবে।”
আরেক সূত্র বলছে সিনেমাটির বাজেট বিশাল অঙ্কের। এখন পর্যন্ত এর বাজেট ৪০০ কোটি বলে জানা গেছে। ফলে বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘শক্তিমান’। কিন্তু এই উচ্চ বাজেটের কারণে, প্রযোজকরা উলটো ঝুঁকি কমানোর কথা ভাবছে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিতে আসতে চাইলেও, প্ল্যাটফর্মগুলো রণবীর সিং-কে দেখছে ঝুঁকি হিসেবে। কারণ সম্প্রতি এই অভিনেতা বক্স অফিস ধরে রাখতে পারছেন না।
বলিউড হাঙ্গামাকে আরও একটি সূত্র জানিয়েছে “সনি পিকচার্স রণবীর সিং-কে সুপারহিরো হিসেবে বাজারে আনতে চাইলেও তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রিমিয়াম ওটিটি এবং স্যাটেলাইট চুক্তি ছাড়া ছবিটি তৈরি করা এখন আর সম্ভব নয়। আর সেই চুক্তি আবার রণবীর সিং-কে প্রোডাকশনে রেখে সম্ভব নয়।”
সব মিলিয়ে সনি পিকচার্স-এর ‘শক্তিমান’ এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তারা রণবীর সিং-কে বাদ দিয়ে বাজেটের ৫০ শতাংশ কমাবে, নাকি রণবীর কাপুরের দিকে ঝুঁকে বাজার নিশ্চিত করবে সেটাই এখন প্রশ্ন।