Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

রাঙ্গামাটিতে জিপ উল্টে নিহত ১

ss-accident-25-6-34
[publishpress_authors_box]

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় একটি জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমন (১৯)। সে রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো. বাহারের ছেলে। আহত দুজন হলেন, চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২) নামের আর এক যুবক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে একটি জিপ গাড়ি লাকড়ি বোঝাই করে আসছিল। পথিমধ্যে কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এছাড়া নুর আলম বাছা ও মো. সাকিব গুরুতর আহত হয়। আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং নুর আলমকে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান (মিশন) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, নিহত এবং আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত