Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রাঙামাটিতে লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৩

দুর্ঘটনার পর লরি ও  অটোরিকশাটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : সকাল সন্ধ্যা
দুর্ঘটনার পর লরি ও অটোরিকশাটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি লরির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে প্রায় হারিয়েছেন ৩ জন। এরপর ধাক্কা দেওয়া লরিটিও খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, লরি চালক ও সহকারী দুজনই পলাতক রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫), মো. সোহেল (২১)। আহতরা হলেন, সৈকত চাকমা (২২) ও অটোরিকশা চালক মো. নুরুল আজিম (৩৫)।

পুলিশ সুপার তৌহিদ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কাউখালীর ঘাগড়াবাজার যাচ্ছিল। তখনই চট্টগ্রাম অভিমুখী লরিটি অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দিয়। এরপর লরি-অটোরিকশা দুটিই খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে আনার পরপরই আরেকজন মারা গেছেন। গুরুতর আহত থাকায় চালক নূর আজিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্ত শেষে তিনটি মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আমরা লরির মালিককে পেয়েছি। চালকের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। আশা করি শীঘ্রই তাদের আইনের আওতায় আনতে পারব।

রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত