রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী পাই মে মারমা (৪০) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি বান্দরবান থেকে আসছিল। আর পর্যটকবাহী বাসটি বান্দরবানের দিকে যাচ্ছিল। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
চালক ও হেলপারসহ পর্যটকবাহী বাসটি আটক করেছে পুলিশ।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাসটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।